মঙ্গলবার, রাত ৮:৫৬, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, রাত ৮:৫৬, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী

গাজীপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই অভিযান শুরু করে যৌথবাহিনী।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হয়েছে।

https://69b8e8c90def81b0d256c01b7ef69840.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.html

গতকাল শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় যেখানে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

https://69b8e8c90def81b0d256c01b7ef69840.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.html
https://69b8e8c90def81b0d256c01b7ef69840.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.html

https://69b8e8c90def81b0d256c01b7ef69840.safeframe.googlesyndication.com/safeframe/1-0-41/html/container.html

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top