রবিবার, রাত ৪:৪৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, রাত ৪:৪৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমলনামা

মোঃ রফিকুল ইসলাম 

দাদু’র হাসা বড়োই খাসা
চারপাশ অন্ধকার,
পুলসিরাতে আমলনামা
হিসাব মেলা ভার!

বন্দ করেছে কলকারখানা
বাড়াবে ক্ষুধার জ্বালা,
লাথি মেরেছে শ্রমিকের বুকে
করতেছে অবহেলা!

স্বজনের স্বপ্ন রুখে দিতে চায়
অনাদরে পাঠালেন বাড়ি,
হিংসার আগুনে লাশের মিছিল
সিংহাসন লয় কাঁড়ি!

দেশ রক্ষার মনোযোগ বসে
বিষ মিশানো জাল,
টেরোরিস্টে দেশ কফিনে
জমিন করিলেন লাল।

বিশ্বাস ভঙ্গে দেশ রসাতল
মোস্তাক দোকান খোলে,
আত্মীয়তার দাদা গিরিতে
চিতার আগুন জ্বলে!

পোষ মানে’না লোভী ময়না
জামাই আদর মাখে,
দুই পক্ষেই মিঠা’ই খেয়ে
ভিন্ন দেশে রাখে!

Scroll to Top