শনিবার, সকাল ১১:৩৪, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:৩৪, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভিন্ন প্রেক্ষাপটের যুদ্ধ


গার্গী

জীবন মানে যুদ্ধ
যুদ্ধের প্রেক্ষাপট ভিন্ন-
আকাঙ্ক্ষা,সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা অলীক!
কাঙাল,বঞ্চিত,বিরহ,
হৃদয়ের ঋণের বোঝা
নদী বয়ে চলে অবিরত
অনুপ্রেরণার চাবিকাঠি,
প্রাণান্তকর চেষ্টা।
কালে কালে বেলা যায় গড়িয়ে
মুক্তির উপায়??
খুব জটিল সমীকরণ!
বোবা,বিরক্ত,অপূর্ণতা অবহেলিত।
ভুল কেবল ভুলের জন্ম দেয়
অশান্ত মন ভাবনার বেড়াজালে,
ব্যর্থতা,ঘৃণা,পীড়াদায়ক।
হৃদয় খুঁড়ে বেদনা, তাচ্ছিল্য
জেনেশুনে বিষপান নিজের অজান্তেই!
পড়ন্ত বিকেলে মাধুর্য্য আলাদা
খরা কাটবে,বিড়ম্বনা!
ষষ্ঠ ইন্দ্রিয় শোভা পায় প্রেমের হাটবাজারে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top