রবিবার, রাত ৩:০৮, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, রাত ৩:০৮, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে উপজেলা অফিসে গণশুনানি

ব্যুরো চীফ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউনিয়নের কেন্দ্রস্হল বন্যাকান্দিতে অবস্হিত। বর্তমানে ইউনিয়ন কার্যালয়টি পুরানো হয়ে যাওয়ার কারণে নতুন ভবন নির্মাণ খুবই জরুরি। স্হানীয় সরকারকে শক্তিশালীকরন এবং সেবার মান উন্নতকরনের লক্ষ্যে সরকার আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য যে কর্মসূচি গ্রহন করেছে, সেই সুবিধাটি থেকে অনেকদিন ধরেই বঞ্চিত হয়ে আসছে পঞ্চক্রোশী ইউনিয়ন। কিন্তু বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের বাজেট আসার প্রাক্কালে ইউনিয়নের কাচারি অফিস বলে পরিচিত বেতকান্দিতে কার্যালয় স্হাপনের দাবী ওঠে। সলপ স্টেশন কেন্দ্রিক জনগন সলপে অফিস স্হাপনের দাবী তোলে। তাদের দাবী বেতকান্দিতে অফিস স্হাপনের জায়গা দিয়েছে এবং সেখানেই তারা অফিস চায়। এই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গনশুনানির আহবান করা হয় অদ্য বিকেল তিন ঘটিকায়। আমাদের প্রতিবেদকের তথ্যমতে’ ‘বন্যাকান্দিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চাই’ ব্যানারে বিপুল জনগণের উপস্হিতি লক্ষ্য করা যায়। বন্যাকান্দির পক্ষে নেতৃত্ব দেন সাবেক মেম্মার আমিনুল ইসলাম টিপু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী আকন্দ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম শেখ। তারা বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয় বন্যাকান্দিতেই অবস্থিত।আধুনিক ভবনও বন্যাকান্দিতেই হবে, এটা ন্যায্য, ন্যায় সঙ্গত। তাছাড়া বন্যাকান্দি ইউনিয়নের কেন্দ্রস্হলে অবস্হিত। এখানে ইউনিয়ন ভুমি অফিস,বন্যাকান্দি এনএম উচ্চবিদ্যালয়, বন্যাকান্দি আলীম মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কমিউনিটি ক্লিনিক, বন্যাকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্র, বন্যাকান্দি কেন্দ্রীয় পাঠাগার, আধুনিক স্হাপনার মসজিদ, ভুমিকম্প সহনীয় প্রিস্টেস কংক্রিট পাইলট প্রজেক্টের বিশ্বমানের বিল্ডিং যা ভবিষ্যতে এ সভ্যতার ঐতিহ্য বহন করবে। তারা বলেন এখানে প্রতিদিন বাজার বসে এবং সপ্তাহে দুদিন হাট বসে। তারা এ ও বলেন যে, বন্যাকান্দির প্রতিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে নিজস্ব প্রতিষ্ঠানের জায়গায়, যা এলাকাবাসী প্রতিষ্ঠানগুলোকে দান করেছেন। কোন প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা মালিকের জায়গাতে স্হাপন করা হয়নি। তাদের দাবী পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এখানে হলে পুরো ইউনিয়ন উপকৃত হবে, কেননা এখানে জলপথ, সড়কপথ ও রেলপথের ঝামেলাহীন সংযোগ ও সুবিধাদি রয়েছে।

অন্যদিকে সলপে ভোট অফিস চাই/ সলপে ভোট ঘর চাই ব্যানারে উপজেলা অফিসে আসেন সলপ এলাকার লোকজন। তাদের দাবী সলপে হাইস্কুল, কৃষি ব্যাংক,স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন এনজিও অফিস ও সলপ রেলস্টেশন আছে। এখানে প্রতিদিন বাজার বসে এবং সপ্তাহে দুদিন হাট বসে। এখানে হাটের পাশে বা সলপ স্টেশনের পাশে বোর্ড অফিস স্হাপন হলে ইউনিয়নবাসী সুবিধা পাবে বলে তারা জানান।

সলপের পক্ষে নেতৃত্ত্ব দেন ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আঃ মালেক, যুবদল নেতা রাউফুল ইসলাম, ইউপি সদস্য মানিক রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত উভয় পক্ষের সাথে কথা বলে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেন বলে জানা যায়। উভয় পক্ষ আশাবাদ রাখেন যে,তাদের এলাকাতেই নির্মিত হবে কাংখিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top