বুধবার, রাত ১১:১৫, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, রাত ১১:১৫, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চন নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের মুখ্য সংগঠক ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখছেন। তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন।

আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন দলের নাম ঘোষণা করবেন।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন নতুন দলের নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। এই দলে থাকছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। মিলন হচ্ছেন দলের সম্ভাব্য নির্বাহী চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিবের দায়িত্ব পেতে পারেন।

লিটন এরশাদ আরও জানিয়েছেন, নতুন এই রাজনৈতিক দলে থাকবেন রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তা—সমাজের নানা অঙ্গনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুতে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেন এবং দীর্ঘদিন ধরেই দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখছেন। নানা সময় তাকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এবারই তিনি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের এই নতুন রাজনৈতিক উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top