বৃহস্পতিবার, সকাল ১০:১৪, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, সকাল ১০:১৪, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গানের সুরে অনুপ্রাণিত ময়মনসিংহবাসী

‘সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে একজোট হয়েছি আমরা’, ‘চলো স্কুলেতে যাই, লেখাপড়া শিখবো ভাই’, ‘না জানিয়া না বুঝিয়া রে, ও কেহ গুজবে কান দিও না’—এইসব অর্থবহ গান দিয়ে ময়মনসিংহের মানুষের মন ছুঁয়ে গেছে একদল সুরের যাত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের আট সদস্যের নিয়মিত শিল্পীদল দু’দিনের সফরে মঙ্গলবার ও বুধবার ময়মনসিংহে পরিবেশন করেন একের পর এক প্রেরণাদায়ী সংগীত। জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের বিভিন্ন স্থানে—শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চ, শতবর্ষী মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন, খাগডহর ইউনিয়নের রহমতপুর বাইপাস মোড় এবং রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গান পরিবেশিত হয়, যেখানে শত শত মানুষ শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।

শুধু স্কুল-কলেজের শিক্ষার্থী নয়—নানা পেশার ও বয়সের মানুষ, রিকশার যাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবাই অংশ নেন এই সুরের উৎসবে। দেশপ্রেম, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, গুজব প্রতিরোধ, ডেঙ্গু মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিয়ে গাওয়া এই গানগুলো যেন হয়ে উঠেছিলো সচেতনতামূলক এক মননশীল বার্তা।

সমাপনী সঙ্গীতানুষ্ঠানে বুধবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম শিল্পীদের পক্ষ থেকে দলের নেতা জাকিউল হাই, কণ্ঠশিল্পী জয়িতা ঘোষ দোলা, প্রিয়াংকা দাশ, মাইদুল হক এবং যন্ত্রশিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ময়মনসিংহবাসীদেরও অভিনন্দন জানান—সঙ্গীতের আহ্বানে সাড়া দিয়ে সমাজ সচেতনতার এই উদ্যোগকে প্রাণবন্ত করে তোলার জন্য।

চাইলে এর আরও সংক্ষিপ্ত বা দীর্ঘ ভার্সন তৈরি করে দিতেও পারি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top