সোমবার, সকাল ৭:৪৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার, সকাল ৭:৪৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে মোসলেম প্রামানিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ফাঁড়ি। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস পাড়ার গ্রামের মৃত হায়দার প্রামানিকের ছেলে। শনিবার সকাল ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার মজিদ শেখের পাড়ার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে মোসলেম প্রামানিক মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে আসেন। খাওয়া-দাওয়া শেষ করে পুনরায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। শনিবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ পানিতে ভাসতে দেখেন। তিনি অসুস্থ থাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে পরিবার মনে করছেন। পরে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি যুক্ত: নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top