শনিবার, সন্ধ্যা ৬:১৭, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সন্ধ্যা ৬:১৭, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় টেকনিক্যাল শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে মহাসড়ক অবরোধ

ব্যুরো চিফ

পাবনায় টেকনিক্যাল শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে মহাসড়ক অবরোধ। 

 ১৬/০৪/২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা ট‍েকনিক‍্যাল শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশের দুর পাল্লার কোচ বাস,ট্রাক,প্রাইভেট কার,সিএনজি,সহ সকল প্রকার যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। 

এ সময় পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা 

নাহারুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে  সামান্য আলোচনা করে সড়ক অবরোধ তুলে নিতে বললে, তারা সহমত পোষণ না করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

পরে পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম 

এসে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাঁদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। 

তিনি প্রশাসনের পক্ষে সকল ধরনের সহযোগিতা 

করবেন বলে আশ্বাস দেয়। এ সময় শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিয়ে পাবনা পলিটেকনিক‍ কলেজের দিকে চলে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top