সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির আগে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
সকালেই গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় তুরিন আফরোজের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতে জানান, তাঁর মক্কেলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি নিজে কিছু বলার অনুমতি চান। বিচারকের অনুমতি পেয়ে তুরিন বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, কেবল পেশাগত দায়িত্ব পালন করেছি। এখন আমি শারীরিকভাবে অসুস্থ—পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটাও সম্ভব না। রিমান্ডে থাকা অবস্থায় পায়ে আঘাত করা হয়েছিল।” এরপর তিনি কেঁদে ফেলেন।
এই সময় আদালতে উপস্থিত জাসদের সভাপতি হাসানুল হক ইনু তাঁকে সান্ত্বনা দেন।
তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী তুরিনের অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বলছেন। এ সময় তুরিন নিজের পায়ের নির্যাতনের চিহ্ন দেখিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন।