মোঃ রফিকুল ইসলাম
উঠে দাঁড়াও! সামনে বাড়াও
বুকচিতিয়ে রুখো
দুঃসময়ে যুদ্ধজয়ে
গর্তে কেন থাকো?
তৃনমূলে জোনাক জ্বলে
দুঃসাহসে সারা
মিলনমেলা সন্ধেবেলা
অন্ধকারে তাঁরা!
বসতবাড়ি খবরদারী
অস্থিরতায় নারী
মার্কামারা স্বজন যারা
ভাংচুরে সব গাড়ী!
নৈতিকতা স্মৃতিকথা
মঙ্গলের বানী
আরশি নগর যাদুর শহর
বিশাল সোনার খনি!
১৩/০৪/২০২৫