শুক্রবার, রাত ১২:১৮, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ১২:১৮, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াছিন হত্যার বিচার দাবীতে পাবনা’য় বিক্ষোভ

২৭/০৪/২০২৫ ইং তারিখ রোজ রবিবার পাবনায় ইয়াছিন হত্যার বিচার দাবিতে দুপুরে এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার দ্বীপচর এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। মিছিল শেষে তারা জেলা প্রশাসাক অফিসের সামনে অবস্থান কর্মসূচি  পালন করে । 

এসময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানা, নয়ন, শরিফুল, বাবু গং ইয়াছিন আলীকে ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার না। প্রশাসনের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য গত (০৯ এপ্রিল) ফেনী পৌর মরিচাঘাট মহল্লায় ইয়াছিন আলী হত্যার ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামের মুকাই মন্ডলের ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top