উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করে। সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহবায়ক জনাব মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার গণমানুষের নেতা উল্লাপাড়া হতে দুই দুই বার নির্বাচিত সাবেক এমপি, সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা, মোমেনা আলী বিজ্ঞান স্কুল এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী। অনুষ্ঠানে শ্রমিকদের সম্মানজনক মজুরি প্রদান ও ন্যায়সঙ্গত ন্যায্য দাবীর প্রতি একাত্বতা ঘোষণা করে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উল্লাপাড়ার সাবেক মেয়র জনাব বেলাল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব হেলাল সরকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা আঃ রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব শফিউল মোমেন শফি প্রমুখ। এছাড়াও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষে দাবী দাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়ন হতে বিএনপি,শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে এম আকবর আলীর নেতৃত্বে এক বিশাল র্যালী শহর প্রদক্ষিন করে কর্মসূচি শেষ করেন।
Enter