শুক্রবার, রাত ১১:২৫, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ১১:২৫, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতে ইসলাম লক্ষাধিক মানুষের সমাবেশ আয়োজন করতে চায়

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার নৃশংসতা ও আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ চার দফা দাবিতে আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের নেতাদের মতে, মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে। মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষ করেছে হেফাজতের নেতারা।

হেফাজতের দাবি অনুযায়ী, চারটি মূল ইস্যুতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে:

  1. নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল,
  2. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা,
  3. ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহার,
  4. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ।

হেফাজতের নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশ থেকে সরকারের প্রতি দাবি বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করার কথা ভাবা হচ্ছে। তা না হলে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় বিশেষ কমিটির বৈঠকে মহাসমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি আগামী জুনে জাতীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, “মহাসমাবেশ ঘিরে সারা দেশে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দাবি আদায়ে প্রয়োজনে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে।”

এদিকে, বিএনপির সঙ্গে হেফাজতের এক বৈঠকে নির্বাচনে সমর্থন চেয়েছে বিএনপি, তবে হেফাজত নেতারা স্পষ্ট করেছেন, তারা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবেন না এবং কোনো নির্বাচনী জোটে অংশ নেবেন না।

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, “মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে তৌহিদী জনতা অংশ নেবে। ইসলামবিরোধী কোনো আইন কিংবা সাম্রাজ্যবাদী আধিপত্য আমরা মেনে নেব না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top