অধ্যাপক ইউনূস: ‘নিজের জন্য নয়, জনগণের অনুরোধেই দায়িত্ব নিয়েছি’
সূত্র: বারনামা, কুয়ালালামপুর
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:০৫
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, যখন দেশ রাজনৈতিক পরিবর্তনের চূড়ান্ত এক পর্যায়ে রয়েছে। এই বয়সে অবসর জীবন বেছে নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, তিনি দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস স্পষ্টভাবে বলেন, “এই পদে আমি নিজে আসিনি, মানুষই আমাকে এখানে নিয়ে এসেছে।”
তিনি বলেন, “এটা আমার জন্য কোনো ব্যক্তিগত লক্ষ্য নয়। এটা তাদের চাওয়া, যারা পরিবর্তন চায়। আমি কেবল তাদের পথকে সহজ করতে কাজ করছি।”
১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফরের সময় তিনি এই সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকার নিয়েছেন বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াও পিং এবং বারনামার ইকোনমিক নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারী সুশেদারাম।
অধ্যাপক ইউনূস বলেন, রাজনৈতিক নেতৃত্বে আসার বিষয়টি কখনোই তার পরিকল্পনার অংশ ছিল না। “পরিস্থিতি আমাকে অনেক সময়ই নিজের ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার সুযোগ দেয়নি,”—উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি নিজেকে একজন রাজনৈতিক নেতা না বলে বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার এক অভিভাবক মনে করি। এটা সহজ কোনো দায়িত্ব নয়। অনেকেই একে ব্যাহত করতে চায়। বিশেষ করে, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত, তারা পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
২০০৬ সালে ক্ষুদ্রঋণ মডেলের জন্য শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস আবারও প্রমাণ করলেন, যে তিনি সংকটময় মুহূর্তে দায়িত্ব নিতে প্রস্তুত—ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জাতির প্রয়োজনে।