উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অদ্য ২০ আগষ্ট — ২৫ তারিখ সকাল ১১.০০ টায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জনাব জাহিদুল ইসলাম মিস্টারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে শহীদ মিনারে সমবেত হয় এবং স্বেচ্ছাসেবক হিসেবে দলের নেতাকর্মীরা ঝাড়ু হাতে শহীদ মিনার ও তার আশ পার্শ্বের রাস্তা পরিস্কার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপন শেষে, শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন। এদিকে বিকেল ৪.০০ টার সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদের নেতৃত্বে আরেকটি মিছিল ও বর্নাঢ্য র্্যালি শহর প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদ । বক্তারা দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করে দলকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের আহবান করেন।