আব্দুস সালাম শেখ।
বিএনপির প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা: সিরাজগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এম. আকবর আলী
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী বলেছেন, বিএনপির প্রকৃত শক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। তিনি দাবি করেন, অতীতে দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হলেও তৃণমূলের অটুট অবস্থান এবং সংগঠনের মজবুত ভিত্তির কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
একান্ত আলাপচারিতায় তিনি বলেন, “গত ১৬ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু আমাদের তৃণমূল কর্মীরা হার মানেনি, বরং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। এ কারণেই বলি, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, “ছাত্র ও জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। তিনি পালিয়ে গেছেন এবং জনগণের কাছে ঘৃণিত হয়েছেন।”
তিনি বলেন, “জনপ্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি উল্লাপাড়ায় দলকে সংগঠিত করতে তৃণমূলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা তারেক রহমানই পূরণ করবেন।”
সংগঠনের ভেতরকার বিভক্তি ও ষড়যন্ত্র সম্পর্কে সাবধান করে আকবর আলী বলেন, “বিএনপিকে ঘিরে এখনও ষড়যন্ত্র চলমান। তাই আমাদের এখন প্রয়োজন বৃহত্তর ঐক্য, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা। দলের ভেতরের ভেদাভেদ ভুলে সবাইকে এক ছাতার নিচে এসে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। কারণ দেশের মানুষ মনে করে, তাদের প্রত্যাশা পূরণে বিএনপিই একমাত্র যোগ্য রাজনৈতিক শক্তি।”