শনিবার, সকাল ৭:৩৫, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ৭:৩৫, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ১২২ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করা ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে উদ্ধার করে ফিরিয়ে এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা থেকে কিছু ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড শাহপরী আউটপোস্টের সদস্যরা শুক্রবার সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৯টি ফিশিং বোটসহ মিয়ানমার জলসীমায় থাকা ১২২ জন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে বাংলাদেশ কোস্টগার্ড।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশি কিছু ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। এর ফলে প্রায় প্রতিদিনই আরাকান আর্মির হাতে জেলে ও ট্রলার আটকের ঘটনা ঘটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top