শনিবার, সকাল ৭:৩৬, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ৭:৩৬, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল: ঘোষিত সময়েই নির্বাচন হওয়া জরুরি, বিকল্প নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়ের বাইরে নির্বাচন নিয়ে কোনো বিকল্প ভাবনার সুযোগ নেই। সময়মতো নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং ফ্যাসিবাদের পুনরায় উত্থানের ঝুঁকি তৈরি হবে বলে তিনি সতর্ক করেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচন শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলবে। বিদেশ থেকেও ফ্যাসিবাদ পুনর্বহালের চেষ্টা হতে পারে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “এখনই ধরে নেওয়ার কিছু নেই যে আমরা ক্ষমতায় চলে এসেছি। সামনে বহু চক্রান্ত, ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের আস্থা পেতে হলে সৎ, নিষ্ঠাবান ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “যৌথ প্রয়াস ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তবে বর্তমান লড়াই যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ছে।”

নির্বাচন ঘিরে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যেতে,”—বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের ভিত্তি স্থাপন করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।”

কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপিকে হেয় করার জন্য নানা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কাউকে সুযোগ দেওয়া যাবে না যে আমাদের নেতিবাচকভাবে উপস্থাপন করে।”

শেষে তিনি বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। বিএনপির দায়িত্ব সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top