শনিবার, সকাল ৭:৩৮, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ৭:৩৮, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লালন সাঁইয়ের তিরোধান দিবস জাতীয়ভাবে পালিত হবে

লালন সাঁইয়ের তিরোধান দিবস জাতীয়ভাবে পালিত হবে

বিশিষ্ট বাউল সাধক ও দার্শনিক লালন সাঁইয়ের তিরোধান দিবস এখন থেকে জাতীয় পর্যায়ে পালন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতি বছর ১৭ অক্টোবর তার তিরোধান দিবস ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালন করা হবে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তীতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, “লালনের সংগীত কেবল বাউল সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তা বাংলার গ্রাম থেকে শহর—সবখানে সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দিবসটি জাতীয় স্বীকৃতি পেলে গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।”

শফিকুল আরও জানান, “এই সিদ্ধান্ত বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ এনে দেবে। লালন আমাদের গ্লোবাল কালচারাল হেরিটেজের অন্যতম প্রতীক।”

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top