স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তবে কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজনীতির বিষয়টি প্রধান উপদেষ্টার এখতিয়ার। তিনি যেদিন এবং যেই মাসে নির্বাচন বলবেন, সেদিনই তা অনুষ্ঠিত হবে। কে কী বললো, তা শোনার প্রয়োজন নেই।”
জনগণের ভোটাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যখন জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, তখন কোনো শক্তিরই ক্ষমতা নেই সেই প্রক্রিয়া বন্ধ করার।”
এ সময় তিনি মাদকবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।