ঋতিল মনীষা
এখানে নদীর পাশে ফুটে আছে রোদের ফুল
এই সুগন্ধী কোথাও লুকানো যায় না
সময় যখন থমকে দাঁড়ায় সম্মুখে ক্ষণিক
তাকে তবুও চিনে নিতে ভুল হয়।
কুলকুল নিরবতার পাশে দমকা হাওয়ায় কত পাখি দৃশ্যের বাইরে খুঁটে খায় বৃষ্টি
অদৃশ্য বন্ধনে জড়িয়ে চলে যাবার আগে
বিরহের দ্বীপকুলে অচেনা বৃক্ষ দূর থেকে সুন্দর
বিসর্জনে হাঙরের দাঁত ও সাপের ছোবল।
যেদিন দুইজনই ছিলাম অনাথ দুজনের কাছে
সেদিন নিবেদন করি সাঁতরে পার হওয়া দূরত্বে
এখানে সন্ধ্যা নামলেই ফুটে তারাভরা আকাশ
আর তার বুকে জমিয়ে রাখা শিশিরের অঞ্জলি।