সঞ্জীব সরকার

হাঁটছি শুধু মৃদু পায়ে।
কি থেকে যে কি হয়ে গেলো,
আপন জন সব পড় হয়ে গেল।
সময়ের সাথে সাথে তারা,
হয়ে গেল সঙ্গ ছাড়া।
কল্পনায় সাজাই যা,
সময়ের পরিক্রমায় মূল্যহীন হয়ে ওঠে তা।
যত করি বড় আশা,
ঢেকে ফেলে দুরাশা।
যদি চলি সরল পথে,
নিয়ে চলে বক্র পথে।
শুরু করি মহান ব্রত নিয়ে,
ভাগ্য পানে থাকি চেয়ে চেয়ে।
ব্যথায় ব্যথায় ভরে উঠে বুক,
যা জোটে ভাগ্যে-হয়ে ওঠে নিস্ফল মুখ।
সবাই শুধু দূরে ঠেলে দেয়,
অভাবীর পানে কেউ কি তাকায় ?
সামান্য হলেও অন্যের সাহায্যে পাই,
আপনজনেরা শুধু করে ছাই ছাই।।