রবিবার, সকাল ৯:৪৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৯:৪৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান: ৪ মাদক ব্যবসায়ী আটক

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কান্দাইল গাজীরচট এলাকার রাব্বি, সাইদুর, বকুল ও আজিজুর। অভিযানকালে তাদের কাছ থেকে ১২২ পুড়িয়া গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম, একটি পালসার মোটরসাইকেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বাইপাইল এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিল তিন মোটরসাইকেল আরোহী। সেনা টহল দল তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে রাব্বি ও সাইদুরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে গাঁজা পাওয়া যায় এবং তারা মাদকাসক্ত অবস্থায় ছিল।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কান্দাইল গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে বকুল ও আজিজুরকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই বাড়িতে তল্লাশির সময় আরও গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top