উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের অন্তর্গত রামকান্তপুর করতোয়া ফুলজোড় নদীতে বছরের সেরা ঐতিহাসিক পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শক ও পর্যাপ্ত পরিমান নৌকার উপস্থিতি তে এক উৎসব মুখোর পরিবেশ বিরাজ করে। ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৩.০০ ঘটিকা হতে পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত প্রতিযোগিতা চলে। প্রথম দিনের উদ্বোধনী বাইচ প্রতিযোগিতায় সর্বমোট ১৫ টি পানসি নৌকা অংশ গ্রহন করে। ( ৭ জোড়া, ১ টি একক টান) সাবেক মেম্বর জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বাইচ প্রতিযোগিতার মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা, কেন্দ্রীয় পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব, উল্লাপাড়া হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহ- সেক্রেটারি জেনারেল এবং উল্লাপাড়া হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জনাব হেলাল সরকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জনাব আঃ রাজ্জাক সন্টু, সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউল মোমেন শফি,পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ প্রমুখ। পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা জনতার উপচে পড়া ভীড় নদীর দুই পাড়ে এক অনারম্বর পরিবেশের সৃষ্টি করে।