মঙ্গলবার, রাত ৪:৫৯, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, রাত ৪:৫৯, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে সংবাদ সম্মেলনে মেঘমল্লার, বললেন—সবাই ভোট দিলে পরাজিত হবে স্বাধীনতাবিরোধীরা


প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু আজ রবিবার দুপুরে মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন। মাত্র আধা ঘণ্টা আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুইলচেয়ারে করে তিনি সেখানে উপস্থিত হন।

তিনি অনাবাসিক শিক্ষার্থীসহ সকল ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যাঁকে খুশি, তাকে ভোট দিন। কিন্তু ভোট দিতে অবশ্যই আসুন। সবাই যদি ভোট দেয়, তাহলে এখানে স্বাধীনতাবিরোধীরা একটি পোস্টেও জিততে পারবে না।’

গত ২৬ আগস্ট শুরু হওয়া ডাকসু নির্বাচনের প্রচার আজ রাত ১০টায় শেষ হচ্ছে। নির্বাচনী প্রচারের শেষাংশে শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন অনুপস্থিত ছিলেন মেঘমল্লার। তবে শেষ মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে ছাড়া পেয়েই প্রচারে অংশ নেন তিনি।

সংবাদ সম্মেলনে মেঘমল্লার বলেন, ‘আমার সহযোদ্ধারা গত পাঁচ দিন ধরে আমার হয়ে যে লড়াই চালিয়ে গেছেন, সে লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি আজ এখানে এসেছি। আমি জানি, আমার উপস্থিতি তাঁদের মনে যদি একফোঁটা সাহস যোগাতে পারে, সেটিই আমার বড় অর্জন হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকেই আমার অসুস্থতা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি তাঁদের বলতে চাই—এই প্রথম নয়, বহুবার ডাক্তারদের নিষেধ উপেক্ষা করে রাজপথে লড়েছি। আমাদের বিষয়ে এসব অপপ্রচার করে কোনো লাভ হবে না।’

‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল থেকে এবার শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি (ভিপি), মেঘমল্লার বসু সাধারণ সম্পাদক (জিএস) এবং জাবির আহমেদ জুবেল সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top