শনিবার, সকাল ১১:০৩, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:০৩, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে সরকার তাকে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে। যদি তার ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তবে তা সমাধানে আমরা সহযোগিতা করব।”

তিনি আরও জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে, প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ নথি প্রদান করা হবে।

সরকার নিজ উদ্যোগে তারেক রহমানকে ফিরিয়ে আনবে কিনা—এই প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, “আমার মনে হয়, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলাদা করে কোনো উদ্যোগের প্রয়োজন নেই। তিনি যদি দেশে ফিরতে চান, সরকার যথাযথ সহায়তা করবে।”

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগের পর আর কোনো চিঠি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সর্বশেষ একবারই চিঠি দেওয়া হয়েছিল। এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। ভবিষ্যতে দিলে, আপনারা তা জানবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top