তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে এনে জনগণের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটাতে হবে।”
২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে কিংবা তারও আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, “দেশ এখন নির্বাচনী মুডে রয়েছে। সারাদেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের প্রতি আহ্বান—এখন সময় দায়িত্বশীল আচরণের।”
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “যেদিন তিনি ফিরবেন, সেদিন হবে বিএনপির নির্বাচনী কার্যক্রমের একটি ঐতিহাসিক মাইলফলক। বলছি না নির্বাচন সেদিনই হবে, তবে তার আগমনেই প্রচারের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে। কারণ নির্বাচনী প্রচারই হচ্ছে মূল বিষয়, আর তারেক রহমানের উপস্থিতি সেই প্রচারণায় অভূতপূর্ব গতি আনবে।”