কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমার বাড়ি ধ্বংস করে দিলেও যদি দেশে শান্তি আসে, আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০, আমি এখন চলে যেতে পারলেও খুশি হবো।”
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্বঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের এক জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি সরকারকে বলছি, শেখ হাসিনার পতন মানেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কিংবা স্বাধীনতার পতন নয়। কিন্তু কিছু মানুষ আজও সেটা বুঝতে চান না।”
বঙ্গবীর আরও বলেন, “আমার দুশ্চিন্তা সেখানেই— যারা ২০২৪ সালে জয়ী হয়েছেন, তারা যদি আজ ব্যর্থ হন, ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার আসে, তখন সাধারণ মানুষ আর রুখে দাঁড়াবে না। এটা আমার ভয়।”
টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারির প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে আমরা মুক্তিযোদ্ধাদের মিটিং করতে চেয়েছিলাম, সেখানেই বাধা দেওয়া হলো। একটা দেশ, যেটাকে জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা, সেই দেশে এখন তাদের সভা করতে দেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে যখন স্বৈরাচার বলা হচ্ছে, তখন বুঝতে হবে এই স্বৈরাচার আর চলবে না। আমার বাসায় যদি হামলা হতে পারে, তাহলে যে কারও বাসায় হামলা হতে পারে। আজ দেশে কেউ নিরাপদ নয়। যদি দেশ পাকিস্তান হতো, তবে আমি সেটা ভেঙেছি— সেই অপরাধে আমার ফাঁসি হলেও আমার আপত্তি থাকত না, আজও নাই। তাই আমি বলছি, দেশে আইনশৃঙ্খলা নেই।”