রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরা পাগলা’র কবর থেকে মরদেহ তুলে তা পুড়িয়ে দেওয়ার ঘটনাকে অমানবিক ও জঘন্য অপরাধ বলে নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার জানায়, নুরুল হকের মরদেহের অবমাননা এবং দরবারে হামলা ও ভাঙচুর শুধু আইনের লঙ্ঘন নয়, বরং মানবতা ও সভ্য সমাজের মৌলিক মূল্যবোধে সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার আইনের শাসন ও মানব মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জীবিত অবস্থায় যেমন, মৃত্যুর পরেও প্রত্যেকের অধিকার সংরক্ষণ করা হবে।
সরকার আরও জানায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং জবাবদিহি এড়াতে পারবে না।
সবশেষে, সরকার সমস্ত নাগরিককে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানায় এবং ন্যায়বিচার ও মানবতার পক্ষে একত্রিত হয়ে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানায়।