
মোঃ রফিকুল ইসলাম
প্রতিবেশী নয়তো দাসী
শখের আপনজন
আলিঙ্গনে মন।
আচরণে ক্ষণে ক্ষণে
প্রতিবেশীর সাথে
নিত্যদিনে খোলা মনে
গল্পে নদীর ঘাটে।
প্রতিবেশী বারোমাসি
নিত্য মুখের হাসি
বতর শেষে মিষ্টি হেসে
দাঁড়ায় পাশাপাশি।
ঈদের দিনে জনেজনে
প্রতিবেশীর বাড়ি
সবাই মিলে দলে দলে
পরে নতুন শাড়ি।
০৪/০৬/২০২৫