মঙ্গলবার, ভোর ৫:০০, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ভোর ৫:০০, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিহিংসা

সঞ্জিব সরকার

প্রতিহিংসায় মরি আমি,

তার এত ধ্বংস দেখেও,

কোন তৃপ্তি পাই না।

কেন সে নিষ্পেষিত হয় না।

যতক্ষণ তার দেহে আছে প্রাণ,

কেন যেন আমার ব্যাকুলতা আরা বেড়ে যায়।

কেন সে ধ্বংসের চরম সীমায় যায় না,

তা না হলে এ মন যে একটুও শান্তি পায় না।

প্রতিহিংসা আমাকে বারবার তাড়িতে করে,

তার উপস্থিতি আমাকে বার বার ব্যতীত করে।

নির্লজ্জের মত যখন সামনে আসে,

হৃদয় তখন হিংসায় ভাসে।

মনে হয় ব্যাটাকে এখনই শায়েস্তা করি,

কেন যে বারবার হিংসায় পুড়ে মরি।

সুন্দর আচরণ এখনো আসিলো না আমার,

প্রতিহিংসার আগুন অন্তরে জ্বলে ওঠে বারবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top