মঙ্গলবার, সকাল ৬:৫৬, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, সকাল ৬:৫৬, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শোক প্রকাশ

রাজনীতিবিদ, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী, লেখক এবং মুক্তিকামী মানুষের সংগ্রামের অন্যতম অগ্রদূত বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যুক্ত হওয়া বদরুদ্দীন উমর ছিলেন মুক্তচিন্তা ও প্রগতির এক দীপ্ত আলোকবর্তিকা। ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ, গবেষণাকর্ম, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি অটল বিশ্বাস আমাদের বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারকে করেছে সমৃদ্ধ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে বদরুদ্দীন উমর সবসময় গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের এক ব্যতিক্রমধর্মী গণজাগরণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিকই ছিলেন না, বরং একজন নির্ভীক কর্মী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। তাঁর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে।

প্রধান উপদেষ্টা বলেন, বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর লেখনী ও জীবনদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দিশা হয়ে থাকবে। শোকবার্তায় তিনি বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top