শনিবার, সকাল ১১:১৪, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:১৪, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বর্নাঢ্য শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উল্লাপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার লোকের উপস্থিতিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। ব্যানার ফেষ্টুন নিয়ে বিশাল এই র্্যালিটি উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারী হাই স্কুল থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিন করে আবার ও হাই স্কুল মাঠে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে মার্চেন্ট হাই স্কুল মাঠে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উল্লাপাড়া হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আজাদ হোসেন আজাদ, জনাব শরাফউদ্দিন মন্জু, জনাব আব্দুল ওয়াহাব প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব মাহবুব হোসেন। আলোচনা সভা শেষে রাত্রে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা এবং ঢাকা হতে আগত আমন্ত্রিত বিখ্যাত শিল্পিবৃন্দ গান পরিবেশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top