শনিবার, সকাল ১১:২২, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:২২, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উল্লাপাড়াতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।

বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী এক বিশাল উৎসাহ উদ্দীপনা ও অনারম্বর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যতম সহযোগী সংগঠন তারেক জিয়া পরিষদ উল্লাপাড়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর কমিটির সমন্বয়ে প্রায় ১০ দিন আগে কয়েকটি গ্রুপ কমিটি করে প্রতিটি ইউনিয়ন ও পাড়া মহল্লা গুলোতে ব্যাপক জনসংযোগ করেন। তারই ফলশ্রুতিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১.০০ টায় বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পৌর কমিটির নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে সমবেত হয়। এর পর সংক্ষিপ্ত আলোচন শেষে উল্লাপাড়ার সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উন্নয়নের রুপকার খ্যাত জনাব এম,আকবর আলীর নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ঢাক, ঢোল পিটিয়ে আনন্দ শোভাযাত্রায় প্রায় ২০ হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিল ও বর্নাঢ্য শোভা যাত্রা শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, সাবেক জিএস রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব এম আকবর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জাহিদুল ইসলাম মিস্টার, কৃষক দলের সাবেক সভাপতি জনাব আঃ রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউল মোমেন শফি, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু শাহিন মুন্সী, তারেক জিয়া পরিষদের সহ- সভাপতি জনাব আব্দুস ছালাম শেখ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করেন, এবং শিক্ষা নগরী উল্লাপাড়া কে সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত,ও ব্যপক উন্নয়নের লক্ষ্যে উল্লাপাড়াতে এম,আকবর আলীকে ধানের শীষ প্রতীক দানের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top