
এশিয়া কাপ ২০২৫-এর পর্দা নামছে ২৮ সেপ্টেম্বর। ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান—এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল।
চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে তারা। আগের দুই দেখায় একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানি খেলোয়াড়দের মানসিকতা বদলের পরামর্শ দিয়েছেন সাবেক গতি তারকা শোয়েব আখতার।
এক টেলিভিশন শো ‘গেম অন হ্যায়’-তে শোয়েব বলেন,
‘নিজেদের মানসিকতা বদলাতে হবে। ভারতের প্রতি যে ভয় বা দুর্ভেদ্য ভাবমূর্তি, সেটা ঝেড়ে ফেলতে হবে। ভাবতে হবে না যে ভারতের বিরুদ্ধে খেলছো। যেমন মানসিকতা নিয়ে বাংলাদেশকে খেলেছিলে, এখানেও তেমন মনোভাব নিয়ে নামতে হবে। ২০ ওভার শুধু বল করলেই হবে না, উইকেট তুলতে হবে।’
তিনি আরও যোগ করেন,
‘ভুলে যেও না, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারে আউট হয়ে যায়, ভারতের জন্য শুরুটা কঠিন হয়ে যাবে। তারা আর সেই শুরুটা পাবে না। অভিষেক অবশ্যই ভুল করবে, বল মিসটাইম করবে—সেই সুযোগ কাজে লাগাতে হবে। শুরুতেই চাপ তৈরি করলে ভারত বুঝে যাবে, রান তোলা সহজ হবে না।’
শোয়েব আখতারের মতে, ম্যাচের ফল নির্ভর করছে মানসিক দৃঢ়তা ও শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশলের ওপর।