
উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) হতে আব্দুস ছালাম শেখ।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ঐতিহ্যবাহী একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকান্দি আলীম মাদরাসা এবং পূর্নিমাগাতি ইউনিয়নের অন্তর্গত পুকুরপাড় মাদরাসায় ২০২৫ সালের আলীম পরীক্ষায় সবাই ফেল করেছে । এ ব্যপারে বন্যাকান্দি আলীম মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেব এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আলীম সেকশনের শিক্ষক / প্রভাষক দের বেতন / এমপিও না থাকায় তারা আর ক্লাসে আসেন না এবং ছাত্র ছাত্রীদের কোনপ্রকার ক্লাস হয় না। মাদরাসার কোন তহবিল হতেও কোন প্রকার সম্মানি ভাতাও প্রদান করা হয়না, বিধায় কোন শিক্ষক ক্লাসে আসেন না, এমতাবস্থায় পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয় ঘটেছে। এলাকাবাসীর দাবী শিক্ষকদের অবহেলা ও গাফিলতির কারনে এ অবস্থা হয়েছে। এলাকাবাসী, গন্যমান্যব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা এ ব্যপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মাদরাসার গভর্নিং বডি কে পরামর্শ প্রদান করেন।