রবিবার, সকাল ১১:০৩, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ১১:০৩, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির আট ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও রদবদল করা হয়েছে। এসব কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি কর্তৃক স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।

পদায়নের বিবরণ:

  • মোল্লা মোহাম্মদ শাহীন, উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), যিনি আগে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে দায়িত্বে ছিলেন, তাকে গোয়েন্দা বিভাগে একই পদে পদায়ন করা হয়েছে।
  • মো. সুমন মিয়া, পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে বদলি করে পিওএম-উত্তর বিভাগে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) করা হয়েছে।
  • এস. এ. এম. ফজল-ই-খুদা, পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন, তাকে অপারেশনস্ বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • সাগর দিপা বিশ্বাস, যিনি পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন, তাকে পিওএম-দক্ষিণ বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
  • রুবেল হক (ওয়ারী বিভাগের ওয়ারী জোন) ও মো. নুর ইসলাম (অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) — এই দুইজনকে গোয়েন্দা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • মো. সোহেল রানা, পিপিএম, ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন, তাকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
  • একেএম মেহেদী হাসান, সহকারী পুলিশ কমিশনার হিসেবে অপারেশনস্ বিভাগের অধীন ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নিয়োগ পেয়েছেন।

এই আদেশগুলোর মাধ্যমে ডিএমপির বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে দায়িত্ব পালনে গতি আনার লক্ষ্য নেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top