
বিষ খেয়ে বেহুলা মরেনি
মরে না
মরে যায় অবেহুলা
লখাই বেঁচে যায় বেহুলা বিষ শুষে নেয় বলে
বিষহীন মুক্ত লখাই হয়ে যায় পূরুষ
হয়ে যায়
রাজা রাজার রাজা
বেহুলাকে বিষে ধরে না
বেহুলাতে বিষ অমৃত হয়ে যায়
ফোটে ফুল ফল ঝরনাধারা
স্তন্যরসে হাসে
সমস্ত সন্তানের জন্ম-জন্মান্তর
অনন্ত দিক থেকে ছুটে আসে রসিকেরা
বিষমুক্ত হবে বলে
আর কামুকেরা দেখে মিনারের সুউচ্চ শৃঙ্গ
জলোজলে জ্বলে জ্বলে নিজের কবরকে করে তোলে ঝলমলে
কারুকাজে
হিজরের বিষাদ -স্বাদ জিহবায় ফেনা তোলে
অন্ধকার গুহায়
বিষয়কে ভালোবেসে
দীর্ঘকাল দীর্ঘকাল সুদীর্ঘকালে
বাসরের ধূপগন্ধী বেহুলা
মনসার বিষ হেরিয়া মনসা- মঙ্গল বয়ে আনে
চিরকাল সর্বকালে.
ওমর ফারুক