
ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ অভিযোগে একটি বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এই আয়োজন হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য সোলেমান ফকিরের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল তৈরি এবং দুই দিন ধরে মাইকিং করা হয়েছিল। তবে অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে স্থানীয়দের একাংশ এটিকে ‘ইসলামবিরোধী যাত্রাপালা’ বলে অভিযোগ তোলে।
অভিযোগের পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। পরে প্রস্তুত করা প্যান্ডেলও খুলে ফেলা হয়।
সোলেমান ফকির বলেন, “স্থানীয়দের অনুরোধেই আমি এই আয়োজন করেছিলাম। এটি আমাদের এলাকার পুরনো ঐতিহ্য। কিন্তু কিছু হুজুর এটিকে ‘যাত্রাপালা’ বলে প্রচার করে ইউএনও সাহেবের কাছে অভিযোগ করেন। এরপর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।”
ইউএনও দবির উদ্দিন জানান, “এ ধরনের আয়োজনের আগে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। অনুষ্ঠানটি অনুমতিহীনভাবে করা হচ্ছিল। বিকেলে দেড় শতাধিক মানুষ এসে জানান, অনুষ্ঠানটি ইসলামবিরোধী এবং এতে এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে। তাই জেলা প্রশাসকের পরামর্শে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।”
উল্লেখ্য, বিচারগান বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকসংগীত ধারা। এতে গান ও সংলাপের মাধ্যমে সামাজিক, নৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এটি অনেকটা কবিগানের মতো, যেখানে আধ্যাত্মবাদী বা সাধন-ভজনের ধাঁচে শিল্পীরা সঙ্গীত ও তর্কের মাধ্যমে মতবিনিময় করেন।