রবিবার, সকাল ৭:৫৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৭:৫৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় গনঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মিছিল, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) হতে আব্দুস ছালাম শেখ।

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গনঅধিকার ( ভিপি নুর) পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে এক মিছিল, কেক কর্তন ও সংক্ষিপ্ত আলোচনা সভা থানা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। গনঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা কমিটির সেক্রেটারি পারভেজ রাব্বি প্রমুখ।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা তাদের দলের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুর এর জীবনী ও তার উপর বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন। আগামীতে গনঅধিকার পরিষদের পরিধি বৃদ্ধির লক্ষ্যে ছাত্র,জনতা,কৃষক, শ্রমিক ও পেশাজীবিদের গনঅধিকার পরিষদে যোগদানের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। পরিশেষে কেক কর্তনের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top