
গার্গী
কোথাও বিশ্রাম নেইকোথাও ক্লান্তি নেই,
ছুটছে সময়,শুধু ছুটে চলা।
শহরের ইট,মাঠের ঘাসও যেন ক্লান্ত পায়ে হাঁটে,
এ অনন্ত জীবন।
সকালের প্রথম আলোও দেয় না দেখা
, রাতের গভীরেও খুঁজে পাওয়া যায় না একা।
স্রোতের মতো বয়ে চলে দিন, ক্লান্তিহীন এক আশা,
অজানা এক গন্তব্যে,
আশার আলো জ্বেলে ছুটে চলা অবিরাম,
হাজারো স্বপ্ন আর ক্লান্তিহীন নাম।
কোথাও নেই বিশ্রাম,
কোথাও নেই ক্লান্তি শুধু এ জীবন চলার নাম।
