
‘
জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এমনকি জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে গঠিত সরকারও টিকবে না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই নয়। সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির মতামত নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার আসলে কয়েকটি দলের সরকারে পরিণত হয়েছে। তারা কিছু দলকে প্রশ্রয় দিচ্ছে, আবার কিছু দলকে উপেক্ষা করছে—এই অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, যারা ক্ষমতায় থাকে তারা সব সময় নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমাদের দলীয় অফিসে তিনবার আগুন দেওয়া হয়েছে। কিন্তু ৩০০ বার আগুন দিলেও জাতীয় পার্টিকে দমন করা যাবে না—আমরা আবারও ঘুরে দাঁড়াব।