রবিবার, সকাল ৭:৫৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৭:৫৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হতে যাচ্ছে

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন সময়ে কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। তবে গত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন—তাদের এবারে দায়িত্বে রাখা হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি অপশক্তি ‘এআই’সহ নানা প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাতে পারে। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা ভেতরে-বাইরে থেকেই হবে। বড় ধরনের আক্রমণও আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। যত ঝড়-ঝাপ্টাই আসুক—অতিক্রম করেই আমাদের এগোতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top