
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের একটি বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, নিহতের নাম আবুল কালাম, তিনি শরীয়তপুরের বাসিন্দা। উপর থেকে ভারী বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “মেট্রো লাইনের গার্ডারের জয়েন্টের একটি বিয়ারিং খুলে নিচে পড়ে গেছে। একজন মারা গেছেন, বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছি।”
বিয়ারিং প্যাড হলো রাবরের তৈরি বিশেষ উপাদান, যা ভায়াডাক্ট ও পিয়ারের সংযোগস্থলে বসানো থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার ফলে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এর আগে ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি অংশে ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের মধ্যে একটি সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।