রবিবার, সকাল ৮:৪৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৮:৪৪, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফণা


চুনি অপরাজিতা

শ্বাপদ জনগণ তখনো তোলেনি তাদের উদ্ধত ফণা!
বানের প্রবল ঢেউ তারুণ্যের ধূর্জটি ফেলেনি বিষাক্ত-নিঃশ্বাস!


তারা ছিল হারাধনের শেষ মানিকজোড়।


অথচ আজ শেকড় ভুলে তারাই হয়েছে
পাশা খেলায় সিদ্ধহস্ত…


তখন নিশিত রাতের জ্যোৎস্না– মিথ্যে বলে ভ্রম হয় !


সেই চির চেনা দৃশ্যমান পথে নির্জন মানুষেরা হেঁটে যায়;
হেঁটে যাচ্ছে আজও–
দুশ্চিন্তার ভারে তাদের চিবুক ঝুঁকে পড়েছে বুকে–


তখনো একরাশ ধুলো ছিটিয়ে– মহামহিম কেবিনেট মিটিং এ
রঙিন জুসের গ্লাস হাতে–হেসে হেসে ছড়িয়ে দিচ্ছিলেন
কূটনীতির কূটচাল…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top