
মোঃ রফিকুল ইসলাম
ইলশেগুঁড়ি পদ্মা পাড়ি আগলে রেখো মনে
উপচে পড়া নদীর ধারা আষাঢ় মাসের বাণে!
শ্রাবণ ধারা বাঁধনহারা প্রেম দরিয়ার মাঝে
কাব্যকথার বৃক্ষলতা বুনোফুলেই সাঁজে !
পালতোলা নাও বৈশাখী বাও জোয়ার বেলার সাথী
শুভক্ষণে পাটাতনে কাঁথায় ঢেকে রাখি!
বর্ষা এলেই গুড়িগুড়ি মনের মানুষ কাছে
ডিঙি নৌকায় টাপুরটুপুর প্রেম যমুনায় ভাসে!