
ঋতিল মনীষা
মাঝির মনও কি পাখির মত
নাকি মাছের মত
গতকাল মধ্যরাতে নদীর ধারে মাঝির
সাথে দেখা
জল থৈ থৈ রবে মৃন্ময় ছায়ার সীমানায়
রূপান্জলি আলোয় একসাথে দেব সাঁতার
একান্ত নিসর্গ তীরে আকাশ তখন সুহৃদ উদার
রক্ত মিশে মিশে সভ্যতার ক্রন্দন ও নির্মম উল্লাস
আমরা দু’জনে কান পেতে শুনেছি নিযুত বছরের অববাহিকায়
তরঙ্গে বৈঠার আঘাতে মানুষের মানুষকে
ভালবাসার দায়!
ত্বকের নিচে সিক্ত লোভ ভাঙে সেতু, গড়ে স্রোত
হাড়ের কাছে নিভেছে চুরুটের আগুন রক্তিম কুয়াশায়
এক দুর্বোধ্য ধাঁ ধাঁ ছুঁড়ে দিয়েই পালিয়ে যায় আমাদের অন্যজীবন
/ বিপন্ন স্বপ্ন হাতে নিয়ে আমরা দু’জন নদী তীরে বসে থাকি ঠাঁই!
১১/১০/২০২৫