রবিবার, সকাল ৮:০২, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৮:০২, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লালন সাঁইজির তিরোধান উৎসব ২০২৫: লালন দর্শন ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট

খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন

বাংলার আধ্যাত্মিক চেতনায় এক অনন্য নাম ফকির লালন সাঁই। তাঁর দর্শন, গান ও মানবধর্ম আজও এদেশের মাটি, মানুষ ও সংস্কৃতিকে গভীরভাবে ছুঁয়ে রাখে। প্রতিবছরের মতো এবারও কুমারখালি ছেঁউরিয়ার আখড়াবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে লালন সাঁইজির তিরোধান উৎসব ২০২৫। দেশ-বিদেশের হাজারো বাউল, সাধক ও দর্শনপিপাসু মানুষ ভিড় জমাচ্ছে এই মানবতার মেলায়, যেখানে নেই ধর্মের বিভাজন, নেই জাতের দেয়াল, আছে কেবল ভালোবাসা আর আত্মার মিলনের গান।

লালন বলেছিলেন-

মানুষ ভজলে সোনার মানুষ হবি,

তাহার মাঝে রহে আল্লা ভগবান।

এই একটি পঙক্তিতেই নিহিত আছে তাঁর সমগ্র দর্শন — মানুষের মধ্যেই সৃষ্টিকর্তার অবস্থান। আজকের সমাজে, যেখানে ধর্ম, রাজনীতি ও অর্থের বিভাজনে মানুষ ক্রমে হারিয়ে ফেলছে নিজের মানবিক সত্তা, সেখানে লালনের এই বাণী আমাদের জন্য এক অনন্ত দিকনির্দেশনা।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যখন হিংসা, ভেদাভেদ ও অসহিষ্ণুতা বেড়ে চলেছে, তখন লালন আমাদের শেখান সহনশীলতা, আত্মশুদ্ধি ও ভালোবাসার ধর্ম। তাঁর দর্শন বলে–

ধর্মের আসল উদ্দেশ্য মানুষকে ভেদ করা নয়, বরং মানুষকে মানুষ হিসেবে জানা।

লালনের দর্শন শুধু ধর্মীয় নয়, এটি এক সামাজিক বিপ্লবের আহ্বান। তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেখানে সকল মানুষ সমান, সেখানে নারী-পুরুষ, ধনী-গরিব, মুসলিম-হিন্দু সবাই এক মানবধর্মের বন্ধনে আবদ্ধ।

(খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন

সবেক সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি

যুগ্ম আহবায়ক কুমারখালি

উপজেলা বিএনপি।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top