
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতি ১২ হাজার কোটি টাকা: ইএবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে ইএবি জানায়, প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পণ্য ও স্থাপনা নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি আনুমানিক ১২ হাজার কোটি টাকার সমান।
সংগঠনটি আরও জানায়, এই দুর্ঘটনায় দেশের শুধু অর্থনৈতিক ক্ষতিই হয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২৭ ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে