
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ইসলামের মূল শিক্ষা হলো— “জ্ঞানীর ঘুম মূর্খের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ”। কারণ জ্ঞান অর্জনই প্রকৃত ইবাদত। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন ফরজ, আর এই শিক্ষাকে কাজে লাগিয়েই শিক্ষার্থীদের আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারওয়ার আলম বলেন, “যত্ন করলে রত্ন মিলবে।” শিক্ষার্থীদের গুণী মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, পাঠ্যসূচি, বই—এসব পৃথিবীর সব জায়গায় প্রায় একই। পার্থক্য তৈরি করে শুধু শিক্ষককের নিষ্ঠা ও ভালোবাসা।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি চাই, আমাদের সন্তানরা ভালো কলেজে পড়ুক, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করুক। শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অর্পনা চৌধুরী ও প্রভাষক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, নীশেন্দু পোদ্দার, ইব্রাহিম কয়েছ প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আফিয়া আহমেদ, নাজমিন নাহার ও ফাতেমা সানজিদা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আনিসা জাহান তানজিদা এবং গীতা পাঠ করেন সুচিত্রা রাণী দেব।
পুরো অনুষ্ঠানে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় সহাবস্থানের এক অনন্য বার্তা তুলে ধরা হয়।